BRAKING NEWS

Good Friday & Easter : গুড ফ্রাইডে ও ইস্টার কেন পালিত হয় খ্রিস্টীয় ধর্মে

গুড ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে বা হোলি ফ্রাইডে। একাধিক নামেই পরিচিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই বিশেষ দিনটি। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিন গুড ফ্রাইডে হিসেবে পরিচিত।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাঁকে ঈশ্বরের পুত্র হিসাবে অভিহিত করেন। মানুষের মধ্যে মানবতা ও মানব প্রেমের মাহাত্ম্য প্রচারে ব্রতী হন তিনি। ক্রমেই চক্ষুশূল হয়ে ওথেন শাসক শ্রেণির৷ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুর ফরমান দেওয়া হয়। গুড ফ্রাইডে-তে যিশু ক্রুশবিদ্ধ হন ও তাঁর পার্থিব মৃত্যু ঘটে। কথিত আছে, রবিবার তাঁর রেজারেকশান বা পুনরুত্থান ঘটে। সমাধি থেকে পুনরুজ্জীবিত হয়ে আসেন তিনি।

যিশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে ও সানডে ইস্টার পালন করে থাকেন।

 

Leave a Reply