জেলা
পাঁশকুড়ার সাহালাজপুরে পূর্বপাড়ায় শীতলা ঠাকুরের আগমন ও মন্দির প্রতিষ্ঠা, শীতলা ও ভীম পুজোর অষ্টমপ্রহর
পাঁশকুড়া থানা সাহালাজপুর (পূর্বপাড়া) মন্দির প্রতিষ্ঠা নিয়ে আনন্দে মেতে উঠেছে সাহালাজপুর গ্রাম। সাহালাজপুর গ্রামে দুটো ভীম পূজা এবং শীতলা পূজা হয়ে থাকে একটি পূর্বপাড়া ছোট ভীম তলা আরেকটি বড় ভীম তলা পশ্চিম পাড়া প্রায় ৪০ বছর আগে এই পুজো একসাথে হত।
তারপর থেকে সাহালাজপুর পূর্বপাড়া আলাদাভাবে শীতলা পুজো ভীম পূজা শুরু করে একটি ছোট শীতলা মন্দির ছিল । একটি নতুন মন্দির তৈরি করে । ২ ফেব্রুয়ারি রবিবার শীতলা ঠাকুর আগমন হয় । এই পুজো নিয়ে এলাকা জুড়ে আনন্দের হাওয়া ৩ ফেব্রুয়ারি সোমবার শীতলা মন্দির প্রতিষ্ঠা হবে এবং ৫ ফেব্রুয়ারি বুধবার শীতলা পুজো এবং ভীম পুজো।
পুজো কমিটির এক সদস্য বলেন এই পুজো উপলক্ষে আমরা অষ্টমপ্রহর মহতি অনুষ্ঠান আয়োজন করেছি