জেলা
বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে গোপীবল্লভপুরের যুবকরা
ঝাড়গ্রাম;রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি পাত। সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করেই আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা পৌঁছে গেল অসহায় মানুষের পাশে। ক্লাবের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যতদিন না লকডাউন উঠছে ততদিন এক একটি গ্রামে গিয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবে। বৃষ্টির দিনেও তার অন্যথা হল না।
এদিন গোপীবল্লভপুরের 5 নম্বর অঞ্চলের কাপাসিয়া গ্রামে প্রায় 150 টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্লাবের সদস্যরা।