জেলা
১৫০ তম জন্মবার্ষিকী পালন লেনিন-এর
মেদিনীপুর: প্রথম সমাজতান্ত্রিক দেশের রূপকার হিসেবে আজও পরিচিত লেনিন। তাঁরই ১৫০ তম জন্মবার্ষিকী বুধবার। এসইউসিআই দলের পক্ষ থেকে লেনিনের জন্মবার্ষিকী পালন করে।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে এসইউসিআই দলের জেলা অফিস কর্ণেলগোলাতে বাড়ির মধ্যে কয়েকজন মিলে লেনিনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন, মনিশংকর পট্টনায়ক, সিদ্ধার্থ ঘাঁটা প্রমুখ নেতৃত্ব।