জেলা
খাকুড়দা বাজারে ব্লিচিং স্প্রে করে জীবাণুমুক্ত করলো দমকল বাহিনী
মেদিনীপুর:করোনা মোকাবিলায় লকডাউনের পাশাপাশি চলছে ব্লিচিং স্প্রে করাও। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নারায়ণগড় থানার খাকুড়দা বাজারে ব্লিচিং স্প্রে করে জীবাণুমুক্ত করলো দমকল বাহিনী।
স্থানীয় পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে আধ ঘণ্টার বেশি সময় ধরে পুরো বাজারের রাস্তাঘাট, দোকান সবকিছুই স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়। অন্যান্য বাজারগুলিতে স্প্রে করা হবে বলে জানান দমকলের এক কর্মী।