জেলা
লালগড়-মেদিনীপুর রুটে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত ভীমপুরে চলছে নাকা চেকিং
ভীমপুর : করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। বাদ যায়নি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। এক জেলা থেকে অন্য জেলার সীমান্ত গুলোতে চলছে নাকা চেকিং।
জানা গেছে সমস্ত ধরনের গাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে। বৈধ কাগজপত্র থাকলে তবেই প্রবেশের অনুমতি মিলছে। প্রবেশের আগে নিয়ম মাফিক থার্মাল চেকিং করা হচ্ছে বলে জানা গেছে। এমনেই নাকা চেকিংয়ের চিত্র দেখা গেল লালগড়-মেদিনীপুর সড়কের উপর শালবনী থানার ভীমপুরে। পুলিশের নাকা চেকিংয়ে খুশি এলাকাবাসী।