জেলা
কোচবিহারে বাড়ছে সব নদীর জল, রেকর্ড পরিমান বৃষ্টিতে বন্যার ভ্রূকুটি


কোচবিহার: প্রবল বর্ষণে বন্যার ভ্রূকুটি কোচবিহারে। ইতিমধ্যেই জেলার প্রায় সমস্ত নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েক জায়গায় নদী বাঁধ ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সতর্ক করা হয়েছে জেলার সমস্ত বিডিও, এসডিও, সেচ দপ্তর, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, সিভিল ডিফেন্সের ভোলেন্টিয়ার ও ডিজাস্টার ম্যনেজমেন্টের আধিকারিকদের।
কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, বন্যা পরিস্তিতির সম্ভাবনা রয়েছে। সেই কারনে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। প্রয়োজন মত ফ্লাড সেল্টার ও ত্রান মজুত রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ২৬২.২০ থেকে ১২২৩.৬০ মাথাভাঙ্গায় ১৬৬.৮০ থেকে ১০৮৪.৮০ তুফানগঞ্জে ২৩৫.৬০ থেকে ১৯০১.২০ দিনহাটায় ৮৩.৮ হলদিবাড়িতে ১২৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।