জেলা
ব্যস্ত সময়ে ইট বোঝাই ট্রাক্টরের চাকা খুলে বিপত্তি, বড় বিপদ এড়াল বেলপাহাড়ী
ঝাড়গ্রাম: সোমবারের সকালে ব্যস্ত বাজারে ইট বোঝাই ট্রাক্টরের চাকা খুলে বিপত্তি বাধলো। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ী এলাকায়। জনবহুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটলেও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নাগাদ একটি ইট বোঝাই ট্রাক্টর ইন্দ্র মোড় বাজার এলাকায় পৌঁছালে তার চাকা খুলে যায়। এ সময় বাজারে ভিড় থাকায় বড় বিপদের আশঙ্কা ছিল। তবে, চালকের কৌশলে সেই বিপদ এড়ানো গেছে বলে জানা যায়। তবে, বড় ক্ষতি আটকানো গেলেও ব্যস্ত সময়ে দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।
পরে, অন্য একটি ট্রাক্টর এনে ইট খালি করে সরানো হয় দুর্ঘটনাগ্রস্থ ট্রাক্টরটিকে। এর পরই যানজটমুক্ত হয় বেলপাহাড়ী বাজার।