জেলা
হনুমানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন অটো চালক
কর্মহীন জীবনে গতি ধারার অটোরিকশা চালিয়েই এসেছিল গতি, কিন্তু থামিয়ে দিল হনুমান। হনুমানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যাওয়ায় পাণ হারালেন অটো চালক। ঘটনাটা গোপীবল্লভপু্রের ধর্মপুর মোড়ে।
মৃত অটো চালকের নাম নেপাল দেহুরী(৩৩)। বাড়ি গোপীবল্লভপুরের মঠ গোপীনাথপুর গ্রামে।আজ সকালে বাড়ি থেকে গোপীবল্লভপুরের দিকে অটো চালিয়ে নিয়ে আসার সময় মাত্র তিন কিলোমিটার এগোতেই ধর্মপুর মোড়ে একটি হনুমান নেপাল বাবুর অটোর সামনে এসে পড়ে।আর হনুমানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় অটো ঘটনাস্থলে মারা যান অটোচালক নেপাল দেহুরী।
নেপাল বাবু মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার।দুই মেয়েকে নিয়ে কিভাবে চলবে সংসার ভেবে পাচ্ছেন না নেপাল দেহুরীর স্ত্রী সীমা দেহুরী।