দীঘার সমুদ্রে দেখা নেই ইলিশের, মৎসজীবিরা পাড়ি দিলেও ফিরতে হয়েছে খালি হাতেই
অর্পণ ভট্টাচার্য্য, দীঘা :- ভোজন রসিক বাঙালির কাছে বর্ষার ইলিশ যেন অমৃত তুল্য।তাই সারা বছর ধরে ইলিশের জন্য হাপিত্যেশ করে বসে থাকে এপার ও ওপার বাংলার আম আদমি। কিন্তু লকডাউনের পরে ইলিশের উদ্দেশ্যে মৎসজীবিরা পাড়ি দিলেও ফিরতে হয়েছে খালি হাতেই।
পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনায় দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে ১ জুলাই থেকে খোলা হয় মাছ নিলাম কেন্দ্র।
খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা, কিন্তু ইলিশের কোনো দেখা নেই, পূবালী হাওয়া ও বৃষ্টিপাত না হলে ইলিশের দেখা পাওয়া ও যোগান দেওয়া অসম্ভব। তাই প্রকৃতির দিকে চেয়ে রয়েছেন মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা।
অন্যদিকে বিভিন্ন দেশে মৎস্য রপ্তানি করা সংস্থাগুলি সঠিক মূল্য না পাওয়ায় মৎস্য রপ্তানি করতে পারছেন না। তবে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মাছ সংরক্ষণ করা শুরু করে দিয়েছেন। তারাও আশায় রয়েছেন খুব তাড়াতাড়ি খুলে যাবে আন্তর্জাতিক বাজার।