জেলায় ক্রমশঃ বাড়ছে আক্রান্তের সংখ্যা, একদিনে মেদিনীপুর শহরে আক্রান্ত ২৫
25 attacked in one day in Medinipur city
পশ্চিম মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুর জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মত ১৭০ জন আক্রান্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আর এর মধ্যে মেদিনীপুর শহরে মোট আক্রান্ত ২৫। শহরের অন্তর্গত যেসব জায়গায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে সেগুলো হলো, বল্লভপুর, পুলিশ লাইন, তাঁতিগেরিয়া, সেন্ট্রাল জেল, পাহাড়পুর, মির্জাবাজার, বটতলাচক, জেলা স্বাস্থ্য দপ্তর, কুইকোটা, বাড়ুয়া, ক্ষুদিরাম নগর, প্রভৃতি এলাকায়।
আবার ওদিকে ১৯ জন আক্রান্ত হয়েছে ডেবরাতে। ডেবরার বরাগর, চক বাজিত, ভোগপুর, পাদিমা, জলিমন্দা, রাধামহনপুর, লোয়াদা মিলিয়ে এদিন মত ১৭ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে।
এছাড়াও শালবনি ব্লকে একজন যুবকের শরীরে করোনা ধরা পড়ে। গোয়ালতর থানার দুজন, হুমগড়ে একজন যুবকের দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও মঙ্গলবার গুরগুড়িপাল থানার দুজন পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার পর বুধবার ফের একজনের দেহে করোনার হদিশ মিলেছে। সব মিলিয়ে এদিন পশ্চিম মেদিনীপুরে মোট ১৭০ জন আক্রান্ত হয়েছে। প্রশাসনের তরফে আর্জি জানানো হয়েছে, যাতে সকলে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করে।