

Like permanent teachers, part-time teachers will also get basic salary from now on, the High Court announced today
GNE NEWS DESK: স্থায়ী শিক্ষকদের মতো মূল বেতন পাবেন আংশিক সময়ের শিক্ষকরাও। হাইকোর্টে মামলা করেছিলেন পূর্ব বর্ধমানের (purba bardhaman) খানদ্রা হাইস্কুলের পার্ট টাইম শিক্ষক অনির্বাণ ঘোষ (anirban Ghosh) এবং বিটরা হাইস্কুলের শিক্ষক বরুণ কুমার ঘোষ। আজ তাঁদের মামলার ভিত্তিতেই রায় দিলো হাইকোর্ট।
মামলার ভিত্তিতে তাঁদের দাবি ছিল, আংশিক সময়ের শিক্ষক হিসেবে নিয়োগ হলেও তাঁদের পূর্ণ সময়ের শিক্ষকদের মত কাজ করতে হয়। তাহলে তাঁরা কেন বর্ধিত বেসিক পাবেন না? যা একজন স্থায়ী শিক্ষকরা পেয়ে থাকেন। আর এই মামলায় আজ হাইকোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে, দুই শিক্ষকের বেসিক বেতন হিসেব করে যা বকেয়া হবে তা আদালতের নির্দেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্যকে মিটিয়ে দিতে হবে।
শুনানির সময়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, সরকারের আর্থিক বিষয়ের দিকটিও আদালতের বিবেচনা করা উচিত। তাছাড়া ওই দুই শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়নি। যদিও কোর্ট তা মানতে চাইনি।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,