জেলা
গোয়ালতোড়ে মৃত এক হস্তিশাবক


A dead elephant calf in Goaltore
GNE NEW DESK : আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের তমাল নদীর বড় চাউলি গ্রামের কাছে উদ্ধার হলো মৃত এক হস্তিশাবক এর দেহ। স্থানীয় সূত্রে খবর তমাল নদী পেরোতে গিয়ে হস্তিশাবক টির মৃত্যু হয়েছে। হস্তিশাবকের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোয়ালতোড় এলাকায়।
আজ ভোরের দিকে মৃত হস্তিশাবকটিকে দেখতে পান গ্রামবাসীরা এরপর তারা বন দপ্তরে খবর দেন। এরপরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত হস্তি শাবক এর দেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, গত রাতে একটি হাতির দল গোয়ালতোড়ের বড় চাউলি গ্রামের কাছে তমাল নদী পার হওয়ার সময় হস্তিশাবকটিকে নদীতে পড়ে যায়৷ বড় চাউলি গ্রামের গ্রামবাসিরা জানিয়েছে হস্তি শাবকটি একেবারে বাচ্চা ১৫ থেকে ৩০ দিনের হতে পারে।