চড় মারলেন রবি ঠাকুর! মিউজিক ভিডিও


Ravi Thakur slapped! Music video
নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মিউজিক ভিডিও। চড় মারলেন কিনা রবি ঠাকুর? হ্যাঁ, কেমন করে? তার উত্তর মিলবে ‘ক্ষণিক’ মিউজিক ভিডিওতে।
‘আজ যেমন করে গাইছে আকাশ’ গানের কভার করা হয়েছে এই ভিডিওতে। কন্ঠে প্রখ্যাত সংগীতশিল্পী মৌমিতা মান্না (moumita manna)।
গানের মাঝে রবি ঠাকুরের বিস্তীর্ণতা নিয়ে কন্ঠ সংযোগে কবি অভিনন্দন মুখোপাধ্যায় (abhinandan mukhopadhyay)। অভিনয় করেছেন, মৌমিতা মান্না, রানা দাস, ঐশী রায়, ফারুক মল্লিক, নিসর্গ নির্যাস। ডিরেক্টর অব ফটোগ্রাফার সুমন রোম। ক্যামেরা অ্যাসিস্ট্যান্স করেছেন, সুনীল বিশ্বাস, আকাশ রায়, নিসর্গ, অরূপ মাহাত। প্রোডাকশন সাপোর্টে ক্রিয়েটিভ মেমোরিজ। নিসর্গ নির্যাসের পরিচালনার মিউজিক ভিডিও সম্পাদনা করেছেন সুনীল বিশ্বাস (এজ- এ হাউস অফ প্রোডাকশন)।
শ্যুটিংয়ে বিশেষ সহায়তা করেছেন, মনি কাঞ্চন রায় ও ‘সূর্যাস্ত’ পরিবার। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর ধার হয়ে উঠেছে ‘মেদিনীপুরের শান্তিনিকেতন’। এখানেই হয়েছে শ্যুটিং।
তাহলে চড় মারার দৃশ্য কই? তাও রবি ঠাকুর চড় মারছেন? মিউজিক ভিডিওতে একটি বার্তা দেওয়া হয়েছে। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে তাদেরকেই, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনের মানুষ ভাবে, যারা তাঁকে ঠাকুর ভেবে দূরে সরিয়ে দেয়নি। বরং অনায়াসে আঁকড়ে ধরে। এই বার্তা দিয়েই যেন ‘সবক’ শেখানো হয়েছে। বলা হয়েছে, রবি ঠাকুর সবার। আর মিউজিক ভিডিওতে কী কী আছে? তা জানতে গেলে দেখতেই হবে ‘ক্ষণিক।’