প্রশান্ত কিশোরের সংস্থার এক প্রতিনিধিকে ঘেরাও করে বিক্ষোভ
The protest was surrounded by a representative of Prashant Kishore’s organization
চন্দ্রকোনা: জেলা তৃণমূলের পদাধিকারীদের তালিকা প্রকাশ পেয়েছে মঙ্গলবার। ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant kishor) সংস্থার এক প্রতিনিধি চন্দ্রকোনায় রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন বুধবার।শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মিছিল করলেন গোয়ালতোড়ে আবার সদ্য নির্বাচিত যুব তৃণমূলের এক ব্লক সভাপতি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেই প্লেকার্ডে।
এদিকে জগজিৎ সরকার চন্দ্রকোনা-২ ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন। তিনি আবার বিধায়ক ছায়া দোলই ও চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের (hiralal Ghosh) অনুগামী। মঙ্গলবার রাত থেকেই চন্দ্রকোনা জুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয় আর তা সভাপতির নাম ঘোষণার পরই। নানা কটূ মন্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। চন্দ্রকোনা- ২ ব্লক কাযার্লয়ে এসে শাসক দলের একাংশ এদিন বিক্ষোভে ফেটে পড়েন। হাতে পতাকা তুলে এক অংশ তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ দেখান পিকের টিমের স্থানীয় কর্মীকে ঘিরেও।
এই নিয়ে জগজিৎ বলেন, “আমি দলের একজন কর্মী। এই নিয়ে কোনও মন্তব্য করব না।’’ জেলা সভাপতি অজিত মাইতির প্রতিক্রিয়া, “কী হয়েছে, খোঁজ নেব।” অন্যদিকে আবার এদিন মিছিলের সামনের সারিতে মমতা ও শুভেন্দুর ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাঁটতে দেখা যায় সদ্য নির্বাচিত ব্লকের যুব সভাপতি দীপক পাত্রকে। দীপক বলেন, “আমাদের দলের সর্বোচ্চ নেতানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। মানুষকে অনুপ্রাণিত করতেই তাঁদের ছবি নিয়ে মিছিল হয়, আমরাও করেছি।’’
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,