কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত, মৃত ২


TMC group clash in Keshpur heated, dead 2
কেশপুর: ফের উত্তপ্ত কেশপুর। এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কেশপুর (kespur)। সংঘর্ষে ২ দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। বোমার আঘাতেই মৃত্যু হল দু’জনের। সংঘর্ষে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
জানা গেছে কেশপুর থানার দামোদরচক গ্রামে তৃণমূলের দু্ই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে বোমাবাজি।বোমার আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত কিশোরের পরিবারের অন্যান্য সদস্যরাও বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে (medinipur medical college hospital) স্থানান্তরিত করা হয়। পরে আরেক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।