এক মহিলার প্ররচনায় আরেক মহিলাকে গনধর্ষন! কেন এই নৃশংসতা?
GNE NEWS DESK : স্বামী কর্মসূত্রে পান্ডুয়া গিয়েছিলেন। তাই মঙ্গলবার বাড়িতে একাই ছিলেন নির্যাতিত। এই সুযোগেই এক মহিলার মদতে গনধর্ষণ করা হল গৃহবধূকে। কেন এই নিসংসতা সে বিষয়ে তদন্ত চলছে ইতিমধ্যে অভিযুক্ত ধরা পড়েছে। তাকে জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে স্বামী বাড়িতে না থাকায় বাড়িতে একাই ছেলের নির্যাতিত। ওই দিন গভীর রাতে নির্যাতিতার বাড়ির সামনেই অপেক্ষা করছিল ৩ দুষ্কৃতী।
নির্যাতিত বাড়ি থেকে বেরোনোর পরেই তাকে ভয় দেখিয়ে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মুখ চেপে ধরে তাকে নিয়ে যাওয়া হয় এক নির্জন যায়গায়।সেখানেই তাকে গনধর্ষণ করা হয়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন নির্যাতিতা। পুলিশি তদন্তে জানা গেছে ওই ঘটনার পেছনে একজন মহিলাও আছেন, অভিযুক্তদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা থাকায় এবং জায়গাটি খুব অন্ধকার থাকায় নির্যাতিত কাউকেই ঠিকমতো শনাক্ত করতে পারেনি।
জোর কদমে শুরু হয়েছে পুলিশি তদন্ত। তদন্তের স্বার্থে নির্যাতিতার পরিবারের সকলের সঙ্গেই কথা বলা হয়েছে। ইতিমধ্যেই বুধবার সকালে তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেব টুডু ,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে উপস্থিত হন। তারা আশ্বাস দিয়েছেন অপরাধীদের শনাক্ত করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য সবরকম সাহায্য করবেন তারা। এর পাশাপাশি সব রকম ভাবে নির্যাতিতার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারা। কেন এই নৃশংসতা, নেপথ্যে কি কোন ব্যক্তিগত আক্রোশ আছে? ঘটনার পূর্ন তদন্ত চলছে।