জেলা
ফের শালবনিতে পথ দুর্ঘটনা, ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, গুরুতর আহত দুই


ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রঞ্জার জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটে। এই পথ দুর্ঘটনায় একজন প্রাণ হারান, আর দুইজন গুরুতর ভাবে আহত হন।
ছয়জন যুবক মিলে দুটো বাইকে করে পীড়াকাটা থেকে পাটাশোলের দিকে যাচ্ছিল। আর সেই সময়ই যাওয়ার পথে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে।
ঘটনাস্থনেই একজন যুবক সেখানেই নিহত হন। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বাকি দুজনকে হাসপাতালে নিয়ে যান। শালবনি মলিদাতে আহত দুইজনের বাড়ি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।