Trendingজাতীয়

খুশীর খবর! ভারতে করোনা মুক্ত ৩৮৮ টি জেলা

ভরতে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে চললেও রয়েছে কিছুটা স্বস্তির খবর। দেশটির ৯০ জেলায় অন্তত ১৪ দিনে নতুন কোনো আক্রান্তের খবর নেই। এর মধ্যে আবার ১২ জেলায় গত ২৮ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি। সব মিলে ভারতে এখন ৩৮৮ জেলা করোনামুক্ত।

বাকি ৩৩২ জেলায় করোনার সংক্রমণ রয়েছে।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।


Tags
Advertisement with GNE Bangla

একই রকমের খবর

Back to top button
Close