Learn the real information about the privatization of railways!
GNE NEWS DESK: রেলকর্মী ছাঁটাই এর পাশাপাশি শোনা যায় যে রেলকে পুরো প্রাইভেট করা হচ্ছে? কিন্তু এটা কি আসলে সত্যি? সত্যতা প্রকাশ পেল এবার।
রেলের তরফ থেকে জানানো হয়েছে এ খবর সম্পূর্ণ ভুয়ো। রেল এর সাথে বেসরকারি সংস্থার কথা বার্তা চলছে পার্টনারশিপ করার কিন্তু কোনো ভাবেই সম্পূর্ণ বেসরকারি করণের কথা বলা হয় নি। ভারত সরকার এর রেলের টুইটার হ্যান্ডেলে পিবিআই চেক টুইট করে জানান যে যে খবর সোশাল মিডিয়া তে ভাইরাল হচ্ছে তা সত্য নয়। এ ধরনের কোনো নির্দেশিকা দেওয়া হয়নি রেলের তরফ থেকে। পার্টনারশিপ এর কথা চলছে কিন্তু পুরোপুরি প্রাইভেটাইজেশান করার কোনো পরিকল্পনা নেই। তাই ভুয়ো খবর না ছড়ানোর জন্য অনুরোধ করে পিবিআই।
প্রসঙ্গত, এরকম অনেক ভুয়ো খবর প্রায়ই ভাইরাল হচ্ছে এখন সোশাল নেটওয়ার্কিং সাইটে। দুদিন আগেই বলা হয় যে ২০২০-২১ এ রেলকর্মী দের বেতন দেওয়া হবেনা। কিন্তু এ খবর টি ও ছিল জাল।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,