জাতীয়Corona Virusশিক্ষা ও স্বাস্থ্য
করোনা পজিটিভ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি
Corona positive Union Minister Nitin Gadkari
GNE NEWS DESK: এবার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি(Nitin Gadkari)। একথা মন্ত্রী নিজেই টুইট(Twitter)করে জানান।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রীর শরীর ভালো না থাকার কারণে গতকাল স্বাস্থ্য পরীক্ষা করান। সেই সময় করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে করোনা পজিটিভ(Corona Positive) রিপোর্ট আসে।
তিনি টুইট বার্তায় জানান “গতকাল শরীর ভালো না থাকার কারণে ডাক্তার দেখান। সেই সময় ডাক্তার করোনা পরীক্ষার কথা বলেন। পরে পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে ঠাকুরের আশির্বাদে ভালোই আছি।” তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সংস্পর্শে আশা সকলকেই আইশোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন।