9 al qaeda terrorists arrested by NIA in Kerala & Bengal
GNE NEWS DESK: দক্ষিণের রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশঃ বেড়েই চলেছে ইসলামিক স্টেট জঙ্গিদের বাড়বাড়ন্ত। আর দুদিন আগেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কথা উঠিয়েছিলেন। আর এরপরেই জাতীয় তদন্তকারী সংস্থা(NIA) -এর আধিকারিকরা কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করলেন। বিশেষ তাজ্জবের ব্যাপার এই যে এদের মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকারই ৬ জন ধরা পড়ে গ্রেপ্তার হয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থা সূত্র মারফত খবর পাওয়া যায়, এএনআইয়ের তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে কেরলের(Kerala) এর্নাকুলাম ও পশ্চিমবঙ্গের(Bangla) মুর্শিদাবাদ জেলার ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালান। আর এর মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে ৬ জন আর কেরল থেকে ৩ জন আল কায়দা(Al Qaeda) জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পাশাপাশি তাদেরকে জেরা করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে জেরার পর জানা গিয়েছে, অতর্কিতে ‘লোন উলফ্’ হামলা চালানোর ছক কষছিল জঙ্গিরা নয়াদিল্লি-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। কিন্তু তাদের এই ছক বানচাল করে দিয়ে আগেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়ে ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশ।