GNE NEWS DESK : এই বক্তব্যের ভিত্তিতে টুইট করলেন আসানসোলের সাংসদ । বাবুল টুইট করে লেখেন, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে – “অমানবিক মুখ্যমন্ত্রী”। মহালয়ার সকালে ফেসবুকে ভিডিও বার্তা দিতে গিয়ে হঠাৎ করেই অন্যান্য কথার মধ্যে দিয়ে “অমানবিক মুখ্যমন্ত্রী” বলে ফেলেন অভিষেক , তারপরেই এই “অমানবিক” শব্দ টা নিয়ে ঘুরিয়ে আক্রান্ত করেন আসানসোলের সংসদ।
তিনি আরোও বলেন “আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে, কারণ যারা এটা শুট করেছে তারাও অমানবিক”।
গতকাল অভিষেক আরো বলেন “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে করোনার বিরুদ্ধে বাংলার জয় হবেই “।কিন্তু বিরোধীরা অভিষেকের দ্বারা উচ্চারিত ওই একটা শব্দকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলে দেয়।
তৃণমূল সরকার এর মত অনুযায়ী “সাধারণত অমানবিক কথাটি ব্যবহার করা হয় মনুষ্যত্বহীন কোন কাজের ক্ষেত্রে,তবে এক্ষেত্রে অভিষেকেই কথাটি ব্যবহার করেছেন ও মানসিক ও অক্লান্ত পরিশ্রম বোঝাতে গিয়ে যা সাধারণ মানুষের বোধগম্য হয়েছে। যারা রাজনৈতিকভাবে পুরোপুরি পরাজিত হয়ে গেছে তারাই অন্যকে এমন কটাক্ষ করবেন। এটি নিতান্তই একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা বিজেপি থেকে ঠিক ভুলের বিচার শিখবো না”।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,