BRAKING NEWS

Bihar : ফের বিষমদের প্রকোপ বিহারে, হত ৮, অসুস্থ ২৫

বিহারের মোতিহারিতে ফের বিষমদের প্রকোপ। বিষমদ খেয়ে ইতিমধ্যে মৃত্য হয়েছে ৮ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় ২৫ জন চিকিৎসাধীন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০১৬ সালে বিহারে নিষিদ্ধ করেন মদ। কিন্তু তারপরেও লুকিয়ে চুড়িয়ে প্রশাসনের চোখ এড়িয়ে চলে মদ কেনাবেচা। মোতিহারির লক্ষ্মীপুর, পাহাড়পুর, হরসিদ্ধি ব্লকে স্থানীয় মদ খেয়ে মৃত ৮ জন। যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে৷ কিন্তু বিহারে বিষমদে মদে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বিষমদ খেয়ে একাধিক মৃত্যু ঘটেছে৷

সম্প্রতি বিহারের সরন জেলায় বিষমদে ৪০ জনের মৃত্যু হয়৷ তদন্তে নেমে জাতীয় মানবাধিকার কমিশন ঘটনার প্রেক্ষিতে নিজেদের রিপোর্টে প্রশাসনকে দায়ী করে। যা নিয়ে সম্প্রতি সরব হয়েছে বিজেপি।

Leave a Reply