Goa Election: ফের কংগ্রেস বিধায়ক তৃণমূলে, তবুও বিরোধী জোটের বার্তা মহুয়ার

নিজের সর্বভারতীয় দল হিসেবে প্রতিষ্ঠা করতে গোয়ার নিজেদের ক্রমশ শক্তিশালী করেছে তৃণমূল। ইতিমধ্যে গোয়া সফর করেছেন তৃণমূল সুপ্রিমো তথা বঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে সাংসদ মহুয়া মিত্রকে দেওয়া হয়েছে গোয়ার সাংগঠনিক দায়িত্ব। একের পর এক কংগ্রেস নেতা, বিধায়ক, প্রাক্তন বিধায়ক দল ছেড়ে এসেছেন তৃণমূলে। এর ফলে ঘাসফুল শক্তিশালী হলেও দুর্বল হয়েছে কংগ্রেস। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্বও স্পষ্ট হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্র বিজেপি বিরোধী জোটে তৃণমূলের গুরুত্ব বৃদ্ধি পেলেও কংগ্রেস ছাড়া জোট যে সম্ভব নয় তা বোঝে তৃণমূলও। তাই গোয়ায় ফের এক প্রাক্তন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিতেই জোট বার্তা দিয়ে রাখলেন মহুয়া মিত্র।

বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ভিক্টর গনজালভেস যোগ দিয়েছেন তৃণমূলে। গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্রের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। ভিক্টর বলেন, ‘‘আমি কংগ্রেস ছেড়েছি, কারণ গোয়ায় এই দলের ভবিষ্যৎ নেই। আমি তৃণমূলে যোগ দিয়েছি, কারণ বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র শক্তিশালী নেত্রী, যিনি নরেন্দ্র মোদীকে হারাতে পারেন।’’

অন্যদিকে গোয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেছেন, বিজেপি-বিরোধী শক্তিগুলির এক সঙ্গে আসা প্রয়োজন। কংগ্রেস একা বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল চাইছে, সমস্ত বিজেপি-বিরোধী শক্তিগুলি এক সঙ্গে এসে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করুক। কিন্তু কংগ্রেসের তরফে আগেই গোয়ায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করেছে কংগ্রেস। গোয়ার কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত পি চিদম্বরম বলেছেন, গোয়ায় বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ