BRAKING NEWS

Ration Card: রেশন সবাই পাবেন না বিনামূল্যে, বাজেটে কমলো বরাদ্দ

এবার থেকে সবাই পাবেন না বিনামূল্যে রেশন। সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটে খাদ্য ও গনবন্টনের খাতে প্রায় ৩০ শতাংশ বরাদ্দ কমালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

করোনাকালে প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে সকল নাগরিককে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রী অন্ন যোজনা বন্ধ করেছে। ১ জানুয়ারী, ২০২৩ থেকে অগ্রাধিকার পাওয়া পরিবারগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে রেশনের মাধ্যমে। এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই রেশন খাতে কমানো হয়েছে বরাদ্দ।

Budget 2023 : পোস্ট অফিসে টাকা রাখলে সুবিধা, মহিলা ও প্রবীণদের বিশেষ সুবিধা

খাদ্য ও গনবন্টনের খাতে ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেট নির্ধারিত হয়েছে ২,০৫,৫১৩ কোটি টাকা। কিন্তু বিগত ২০২২-২৩ অর্থবর্ষে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২,৯৬,৩০৩ কোটি টাকা। ফলে বিগত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে খাদ্য ও গনবন্টনের খাতে।