Budget 2023 : পোস্ট অফিসে টাকা রাখলে সুবিধা, মহিলা ও প্রবীণদের বিশেষ সুবিধা

Budget 2023 : পোস্ট অফিসে টাকা রাখলে সুবিধা, মহিলা ও প্রবীণদের বিশেষ সুবিধা

মঙ্গলবার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ২০২৩ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তের সঞ্চয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বারের বাজেটে। পোস্ট অফিসে সঞ্চয় এবং মহিলা ও প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে একাধিক সুবিধা।

পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে (এমআইএস) সিঙ্গল অ্যাকাউন্টে এবার থেকে সর্বোচ্চ সাড়ে ৪ লক্ষ টাকার পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার পরিবর্তে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা সঞ্চয় করা যাবে। প্রবীণ নাগরিকরা সঞ্চয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার পরিবর্তে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

আরও পড়ুন:  Budget 2023 : এবারেও বাজেটে নেই ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যাপ্রবণ ঘাটালে ক্ষোভ

অন্যদিকে মহিলাদের জন্য বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।

1 thought on “Budget 2023 : পোস্ট অফিসে টাকা রাখলে সুবিধা, মহিলা ও প্রবীণদের বিশেষ সুবিধা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ