Anti-tobacco Warnings : তামাকবিরোধী সতর্কবার্তা দিতে হবে ওটিটি মাধ্যমেও, ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের

Anti-tobacco Warnings : তামাকবিরোধী সতর্কবার্তা দিতে হবে ওটিটি মাধ্যমেও, ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের

সিনেমা, টিভির মতোই এবার থেকে মোবাইলের ওটিটি মাধ্যমেও বাধ্যতামূলক ভাবে দিতে হবে তামাক বিরোধী সতর্কবার্তা। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

এতদিন পর্যন্ত সিনেমা, টিভির ক্ষেত্রে তামাকবিরোধী সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক ছিল। সিনেমাহলে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে প্রথমেই ভেসে ওঠে “তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর” সতর্কবাণী। কিন্তু এতদিন পর্যন্ত ওটিটি মাধ্যমে সেই বাধ্যবাধকতা ছিল না। কিন্তু করোনা কালের পর থেকে সিনেমা দেখার সংজ্ঞাই বদলে গেছে। বেশির ভাগ ক্ষেত্রেই মানুষজন ওটিটি মাধ্যমে সিনেমা, সিরিজ দেখা পছন্দ করছেন। বোঝা যাচ্ছে স্মার্টফোনের বহুল ব্যবহারের সাথে পাল্লা দিয়েই ওটিটি কনটেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে৷ তাছাড়া তুলনামূলক কমবয়সীরা ওটিটি মাধ্যমের প্রধান গ্রাহক। তাঁদের মধ্যে তামাকের ক্ষতির বিষয়ে প্রচারে ওটিটি গুরুত্বপূর্ণ হতে পারে৷ তা বিচার করেই ওটিটি প্ল্যাটফর্মে তামাক বিরোধী সতর্কবার্তা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ