“বিজেপির অফিসে সিকিউরিটি রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেব”, কৈলাসের মন্তব্যে তীব্র বিতর্ক

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে চলছে বিক্ষোভ। তারই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়-র মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অফিসে সিকিউরিটির কাজে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি, যা বিতর্ক বৃদ্ধি করেছে।

অগ্নিপথ প্রকল্প নিয়ে রবিবারেই সেনার তিন বিভাগের তরফে হয়েছে সাংবাদিক বৈঠক। স্পষ্ট করা হয়েছে শত বিতর্কের মধ্যেও প্রকল্পের বাস্তবায়নের বিষয়টি। এমনকি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বার্তা। তারই মধ্যে এইদিন মধ্যপ্রদেশের ইনদওরে বিজেপির এক কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে বার্তালাপের সময় কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেন, বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষী রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন:  বাম-বিজেপি জোট সমবায় সমিতির নির্বাচনে, ১২ সদস্যকে বহিষ্কার সিপিএমের

কৈলাসের মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের তরফেও মন্তব্যের প্রতিবাদ করে আক্রমণ করা হয়েছে বিজেপি-কে। টুইট করে প্রতিবাদ জানিয়েছেন দিল্লিমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এমনকি বিজেপি সাংসদ বরুণ গাঁধীও টুইট করে নিজের দলের নেতাকে এই রূপ মন্তব্যের জন্য তীব্র কটাক্ষ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ