BRAKING NEWS

Budget 2022-23: ৮৭৫ জন সংসদ কর্মী করোনা সংক্রমিত, বাজেট অধিবেশনে প্রশ্ন চিহ্ন

Budget বাজেট

চলতি মাসের শেষ দিন সংসদে বসতে চলেছে বাজেট অধিবেশন। কিন্তু সংসদ ভবনে কর্মরত ৮৭৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও আক্রান্ত। ফলে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

লোকসভা ও রাজ্যসভার আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে। উভয় কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বক্তব্য পেশ করবেন। এরপর ১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট। তারই আগে নিয়ম মাফিক মোট ২৮৪৭ জন সংসদ কর্মীর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট আসলে দেখা গিয়েছে ৮৭৫ জন কর্মী করোনা সংক্রমিত। একসঙ্গে এত সংখ্যক কর্মী করোনা আক্রান্ত হওয়ার কারণে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Leave a Reply