Valentines Day : গরুই হোক প্রেমিকা! ‘গো-আলিঙ্গন দিবস’ পালনের আর্জি কেন্দ্রীয় পশু কল্যাণ পরিষদের

Valentines Day : গরুই হোক প্রেমিকা! 'গো-আলিঙ্গন দিবস' পালনের আর্জি কেন্দ্রীয় পশু কল্যাণ পরিষদের

 

এবার তবে কি ‘গরু’ই হবে ‘প্রেমিকা’! ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ তথা প্রেম দিবসের দিন ‘গো-আলিঙ্গন দিবস’ হিসাবে পালনের আর্জি কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ পরিষদের। যা নিয়ে তুমুল হাস্যরোল ও সমালোচনা বিভিন্ন মহলে।

‘ভ্যালেন্টাইনস ডে’ বা প্রেম দিবস হিসেবে পালিত হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। যুগলেরা বিভিন্ন ভাবে সময় কাটান নিজেদের মতো। এই প্রেম উদযাপনের দিনকে ‘গো-আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় পশু কল্যাণ পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গরু আমাদের ভারতীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড৷ জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধি। ‘কামধেনু’ ও ‘গোমাতা’ নামে পরিচিত গরু আমাদের ‘মা’-এর মতো এবং মানবতাকে সমৃদ্ধ করে।” বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, “সময়ের সাথে সাথে পাশ্চাত্য সংস্কৃতি ছড়িয়ে পড়ার কারনে বৈদিক সংস্কৃতি প্রায় অবলুপ্তির পথে। পাশ্চাত্য সভ্যতার চমক আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় ভুলিয়ে দিয়েছে।”

আরও পড়ুন:  Valentines Day : নয় শুধু ভালোবাসার দিন, পালিত হয় বিভিন্ন ভাবে

সেই কারণে ‘মানসিক সমৃদ্ধি এবং ব্যক্তিগত ও সামগ্রিক সুখ বৃদ্ধির’ জন্য আগামী ১৪ ই ফেব্রুয়ারি ‘গো-আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের আর্জি জানিয়েছে কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের তত্ত্বাবধানে কেন্দ্রীয় পশু কল্যাণ পরিষদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ