ঘুষ কাণ্ডে সিবিআই এর জালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক আন্ডার সেক্রেটারি পর্যায়ের আধিকারিক। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চিকিৎসককে ছাড়পত্র দিতে ঘুষ নেওয়ার অভিযোগ।

ভারতীয় চিকিৎসকেরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হতে সরকারি অনুমোদন লাগবে বলে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। আমেরিকা নিবাসী এক ভারতীয় চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে সোনু কুমার নামে স্বাস্থ্য মন্ত্রকের অভিযুক্ত কর্তাকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, চিকিৎসককে উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাইয়ে দিতে দেড় লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তিনি।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি