প্রায় ২৪ বছর অতিক্রান্ত। আগামী ২৬ জুলাই দেশের কার্গিল বিজয় দিবস। ভারত ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে। সেই বিজয়ের স্মরণে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়, ২ মাস ব্যাপি চলা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের।
১৯৯৯ সালের মে মাস। পাকিস্তানি সশস্ত্র বাহিনী কাশ্মীর এবং লাদাখের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে নিয়ন্ত্রণ রেখা টপকে প্রবেশ করে ভারতীয় ভূখণ্ডে এবং কার্গিল পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ঘাঁটি গাড়ে। শুরু হয় ভারত-পাকিস্তানের কার্গিল যুদ্ধ। দুই মাস ব্যাপী যুদ্ধের পর ২৬ জুলাই ১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় ঘোষণা করে। ভারতের ৫২৭ জন সেনা প্রাণ হারান এই রক্তক্ষয়ী সংঘর্ষে৷
তারপর থেকে ২৬ জুলাই দিনটি সারা দেশে বিজয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে শহীদ সৈন্যদের শ্রদ্ধা জানান। যুদ্ধের স্মৃতিসৌধে শহীদ সেনাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।