আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠালো সিবিআই। আগামী ১৬ এপ্রিল রবিবার তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা কেজরীওয়াল ঘনিষ্ঠ মণীশ সিসৌদিয়াকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তিনি এখন তিহাড় জেলে বন্দি। গ্রেপ্তার হওয়ার পরে পদ থেকে ইস্তফাও দেন তিনি। এবার সিবিআই এর সমন খোদ দিল্লির মুখ্যমন্ত্রীকে। গোয়া পুলিশও এই মামলায় কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে। ২৭ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

জনপ্রিয় খবর:  Contai Scam : শুভেন্দু-গড়ে সিবিআই! নিয়োগ দুর্নীতিতে কাঁথির শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের