DRDO : দেশের প্রতিরক্ষার তথ্য পাকিস্তানের হাতে, ধৃত ডিআরডিও বিজ্ঞানী

DRDO : দেশের প্রতিরক্ষার তথ্য পাকিস্তানের হাতে, ধৃত ডিআরডিও বিজ্ঞানী

দেশের প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে পুণেতে গ্রেফতার হলেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণাউন্নয়ন সংস্থা তথা ডিআরডিও-র উচ্চপদস্থ বিজ্ঞানী। বুধবার মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এটিএস ঐ বিজ্ঞানীকে গ্রেপ্তারের পরেই দেশের প্রতিরক্ষা মহলে তোলপাড় শুরু হয়েছে।

ধৃত বিজ্ঞানী ডিআরডিও-র গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। অভিযোগ, তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে ডিআরডিও থেকে দেশের প্রতিরক্ষা বহু গুরুত্বপূর্ণ নথি ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ’কে হস্তান্তর করেছেন। বুধবার তিনি ধরা পড়ার পর মুম্বইয়ের কালাচৌকি এটিএস পুলিশ স্টেশনে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এটিএস সূত্রে জানা গিয়েছে, গুপ্তচর বৃত্তি ও বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য অভিযুক্ত বিজ্ঞানী সমাজমাধ্যমের ভিডিয়ো কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যবহার করতেন। ধৃত বিজ্ঞানী ডিআরডিও-র গুরুত্বপূর্ণ পদে থাকায় প্রতিরক্ষা সংক্রান্ত অনেক সংবেদনশীল নথি হাতবদলের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ