বিদ্যুতের মাসুলের ক্ষেত্রে আসতে চলেছে নতুন বিধি। এর ফলে সারাদিনের বিভিন্ন সময়ে বিদ্যুতের মাসুল হবে ভিন্ন। বিদ্যুতের মাসুল নির্ভর করবে ঐ সময়ের সর্বোচ্চ চাহিদার উপর। সেই জন্য মাসুল সংক্রান্ত নিয়ম সংশোধন করে বিদ্যুৎ মন্ত্রক নতুন বিধি আনতে চলেছে।
বিদ্যুতের চাহিদা অনুযায়ী ২৪ ঘন্টায় আলাদা আলাদা ভাবে ধার্য হতে চলেছে মাসুল। সবচেয়ে বেশি চাহিদা থাকার সময় মাসুল হবে সর্বাধিক। মাসুল স্থির করতে বিধি বদল করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। এর ফলে দিনের বেলায় রাজ্য বিদ্যুত্ নিয়ন্ত্রণ কমিশন নির্ধারিত আট ঘণ্টা বিদ্যুতের মাসুল সাধারণ মাসুলের তুলনায় ১০%-২০% কম হবে। অন্যদিকে রাতের বেলায় চাহিদা সর্বোচ্চ থাকাকালীন মাসুল ১০%-২০% বেশি হবে।আগামী বছরের এপ্রিল মাস থেকে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রগুলিতে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হতে পারে। এর পরে ২০২৫ সালের এপ্রিল থেকে কৃষিক্ষেত্র ছাড়া বাকি সব গ্রাহকের জন্য এই ব্যবস্থা চালু হতে পারে।