শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়! সারা দেশে চলছে অসহনীয় গরম। ওড়িশায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল একটি হাতির। নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গলে মৃত স্ত্রী হাতিটির দেহ পাওয়া গিয়েছে।
সারা দেশে তীব্র দাবদাহ। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাপিয়ে গেছে তাপমাত্রা। একই পরিস্থিতি পড়শি রাজ্য ওড়িশাতেও। ওড়িশার বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। তীব্র গরমে পানীয় জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছে জঙ্গলের পশুরাও। গত শুক্রবার প্রায় ৩ বছর বয়সী এক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গলে।
বন আধিকারিকদের তরফে জানা গিয়েছে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বা পানীয় জলের অভাবে ২০-২৫ দিন আগে মৃত্যু হয়েছে হাতিটির। যদিও স্থানীয়দের অনেকের সন্দেহ চোরাশিকারীরাও হাতিটির মৃত্যুর কারণ হতে পারে।