- Advertisement -
কর্মচারী প্রভিডেন্ট ফান্ড তথা ইপিএফ-এ বৃদ্ধি পাচ্ছে সুদ। বিগত অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ০.০৫% হারে বেশি সুদ পাবেন চাকুরিজীবীরা। মার্চ মাসে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা তথা ইপিএফও-র ঘোষণায় সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
চাকুরিজীবীদের পিএম এর সঞ্চিত অর্থে সুদের পরিমান আগে ৮.৫ শতাংশ থাকলেও ২০২১-২২ অর্থবর্ষে তা কমিয়ে ৮.১ শতাংশ করা হয়। ইপিএফও-র ঘোষণায় সম্মতি দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফ-এর সঞ্চিত অর্থে ৮.১৫% সুদ দেওয়া হবে। মার্চ মাসে ইপিএফও-র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে উপকৃত হবেন দেশের প্রায় ছ’কোটি সরকারি ও বেসরকারি চাকুরিজীবী।