আসন্ন আমাদের দেশের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ আগষ্ট স্বাধীন হয় দেশ। ১৯৫০ সালের ২৬ জানুয়ারী প্রণীত হয় দেশের সংবিধান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে রয়েছে আমাদের ৬টি মৌলিক ও ৬টি স্বাধীনতার অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিকের সেই অধিকার রয়েছে। কিন্তু অনেকেই সে বিষয়ে অবগত নন।
নাগরিকের সংবিধান প্রদত্ত ৬টি মৌলিক অধিকার-
১. সাম্যের অধিকার
২. স্বাধীনতার অধিকার
৩. শোষণের বিরুদ্ধে অধিকার
৪. ধর্মীয় অধিকার
৫. সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার
৬. সাংবিধানিক বিচার তথা প্রতিকারের অধিকার
সেই সঙ্গে সংবিধানের আর্টিকেল ১৯ দিয়েছে স্বাধীনতার অধিকার। সেগুলি-
১. বাক ও মত প্রকাশের স্বাধীনতা
২. শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার অধিকার
৩. অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন গঠনের অধিকার
৪. দেশের সীমানার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
৫. ভারতের সীমানার মধ্যে বসবাস করার ও বসতি স্থাপনের অধিকার
৬. পেশা বেছে নেওয়ার অথবা কোনও চাকরি, বাণিজ্য বা ব্যবসা করার অধিকার।