এপ্রিল মাসে কেন্দ্রের জিএসটি তথা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সংগ্রহ হল ১.৮৭ লক্ষ কোটি টাকা। এযাবৎ কালে এক মাসে জিএসটি সংগ্রহের নিরিখে তা সর্বোচ্চ। ভেঙে গেল এতদিনের সব রেকর্ড।

এতদিন পর্যন্ত ২০২২ সালের এপ্রিল মাসে কেন্দ্রের জিএসটি বাবদ সংগ্রহ ১.৬৮ লক্ষ কোটি টাকা ছিল এক মাসে জিএসটি সংগ্রহের নিরিখে সর্বোচ্চ। কিন্তু এই বছর এপ্রিলে ১.৮৭ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ পূর্বতন সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ হয়েছে ২০ এপ্রিল জিএসটি বাবদ ঐ দিন কেন্দ্রের আয় ৬৮,২২৮ কোটি টাকা। ২০২২ সালের এপ্রিল মাসের জিএসটি সংগ্রহের তুলনায় এই বছর এপ্রিল মাসে তা বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ।