একজন মুসলিম তরুণীর সঙ্গে দোকানে বসে খাওয়ার ‘অপরাধে’ এক হিন্দু তরুণকে বেধরক মারধরের অভিযোগ উঠলো কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবল্লপুর এলাকায়। ঘটনার ভিডিও দেখার পরেই অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় একটি দোকানে এক তরুণ ও তরুণী একসঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন। সেই সময়েই কয়েকজন যুবক দোকানে এসে একজন হিন্দু হয়ে মুসলমান তরুনীর সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করছেন কেন সেই প্রশ্ন তুলে ঐ তরুণ বেধরক মারধর করেন জনাকয়েক যুবক। তরুণীকেও হুমকি দেওয়া হয়, এক জন হিন্দুর সঙ্গে বসে খেয়ে তিনি সঠিক কাজ করেননি।

তরুণীর অভিযোগ, মার খাওয়া যুবক তাঁর দীর্ঘদিন পরিচিত ও ঘনিষ্ঠ বন্ধু, একথা বারবার বললেও রেহাই দেয়নি মারমুখী মুসলিম যুবকেরা। ভিন ধর্মের তরুণ-তরুণীর মেলামেশা করা একেবারেই উচিত নয় বলেও হুঁশিয়ারি দেওয়া হয় তাঁদের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।