মহড়া চলাকালীন বাড়ির ছাদে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ফাইটার জেট বিমান। সোমবার সকালে রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনায় দুইজন মহিলার মৃত্যু হয়েছে। জখন এক জন পুরুষ। যদিও বিমানের চালক নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের সুরতগড় থেকে সোমবার সকালে মহড়া শুরু করেছিল মিগ ২১ ফাইটার জেটটি। মহড়ার প্রায় শেষ পর্যায়ে হনুমানগড়ের বহ্লোলনগরে আচমকাই সেটি একটি বাড়ির ছাদে ভেঙে পড়ে। ছাদ ভেঙে বাড়ির বাসিন্দা দুই মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন একজন পুরুষ। বিমানের চালক সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বিমান ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত করছে বায়ুসেনা।