- Advertisement -
২০২৫ সাল থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের আইসিএসই বোর্ড পরীক্ষা তুলে দিতে পারে কাউন্সিল। কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, ২০২৪ সালে দশম শ্রেণির আইসিএসই বোর্ড পরীক্ষা সংঘটিত হলেও ২০২৫ সাল থেকে তা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি চালু হতে চলেছে। শুরু হয়ে শিক্ষকদের প্রশিক্ষণ। সেখানেই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার বিষয়ে বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন ইঙ্গিত দিয়েছেন বলে খবর। সেক্ষেত্রে দশম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা৷ দ্বাদশ শ্রেণিতে বোর্ড পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা।