মুকুটে নতুন পালক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে দুটি ভিনদেশী উপগ্রহ মহাকাশে স্থাপন করা হল নির্ধারিত কক্ষপথে।

সিঙ্গাপুর সরকার দু’টি উপগ্রহকে মহাকাশে পৌঁছনোর বরাত দিয়েছিল ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডকে। টেলিয়স-২ সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থাকে উপগ্রহ চিত্র পাঠাবে এবং লুমেলাইট-৪ জাহাজ চলাচলে সাহায্য করবে। শনিবার বেলা বেলা ২টো ১৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র ভারতের পিএসএলভি রকেট ঐ দুই উপগ্রহ নিয়ে রওনা দেয় এবং সঠিক সময়ে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।

এছাড়াও এই প্রথমবার নতুন কাজ করতে চলেছে ভারতের পিএসএলভি রকেটটি। সাধারণত এই রকেট কাজ শেষে নষ্ট হয়ে যায় বা মহাকাশে পরিত্যক্ত হয়৷ কিন্তু এইবার পোয়েম-২ পিএসএলভি নিজস্ব সৌরবিদ্যুতের প্যানেলের সাহায্যে ইসরো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজ়িক্স এবং দু’টি বেসরকারি সংস্থার হয়ে মহাকাশ গবেষণার কাজ চালাবে।