২২৪ আসন বিশিষ্ট কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল আজ সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এগিয়ে আছে কংগ্রেস।

কর্ণাটকে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা অনুযায়ী বিজেপি দলটি ক্ষমতা হারাচ্ছে বলে মনে হচ্ছে। রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে কংগ্রেস। কংগ্রেস ১১৭টি আসনে এগিয়ে রয়েছে, আর বিজেপি ৭৬টি আসনে এগিয়ে রয়েছে। ২৫টি আসনে এগিয়ে রয়েছে জেডিএস। অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে রয়েছে।

আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব, এতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর নেতিবাচক, বিভেদমূলক প্রচারণা কাজ করেনি” বলেছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা।