Mumbai : নাবালিকার সঙ্গে সম্মতিতে রোম্যান্টিক সম্পর্ক থাকলে পকসো আইনে যৌন হেনস্থা নয়

Mumbai : নাবালিকার সঙ্গে সম্মতিতে রোম্যান্টিক সম্পর্ক থাকলে পকসো আইনে যৌন হেনস্থা নয়

এক নাবালিকার যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত যুবককে জামিন দিয়ে যুগান্তকারী মন্তব্য করলো বম্বে হাইকোর্ট। দুই জনের সম্পত্তিক্রমে বা রোম্যান্টিক সম্পর্ক থাকলে পকসো আইনে অভিযুক্ত করা যুক্তি যুক্ত নয় বলে জানালো আদালত।

২০২১ সালে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ তারপর থেকে বিচার প্রক্রিয়া শুরু না হলেও এখনও তিনি জেল হেফাজতে, বয়স ২৫। বিচার প্রক্রিয়া শুরু না করে এতদিন ধরে জেল বন্দি থাকায় অভিযুক্তের উপর অন্যান্য অপরাধীদের সংস্পর্শে এসে বিরূপ প্রভাব পড়তে পারে বলে পর্যবেক্ষণে জানিয়ে বম্বে হাই কোর্টের বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের একক বেঞ্চ যুবককে জামিন দিয়েছে৷

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ঐ নাবালিকার সঙ্গে যুবকের পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছিল। শুনানিতে বিচারপতি জানান, পকসো আইন শিশুদের যৌন হেনস্থা বা নিগ্রহ থেকে সুরক্ষিত রাখার জন্য। এই আইন কোনো রোম্যান্টিক বা পারস্পরিক সম্পর্কে থাকা কাউকে দোষী সাব্যস্ত করার জন্য নয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ