শনিবার ভোরবেলায় পুনে থেকে মুম্বইয়ের পথে যাওয়ার সময় থেকে মুম্বই যাওয়ার পথে মহারাষ্ট্রের রায়গড় জেলায় শিংগ্রোবা মন্দিরের কাছে খাদে পড়ে যায় একটি বাস। জানা গিয়েছে, ঐ বাসে পুনেতে অনুষ্ঠান করে মুম্বাই ফিরছিলেন শিল্পীদের একটি দল। ঘটনায় ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত বহু। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

জানা গিয়েছে, শনিবার মধ্যরাত ১টা নাগাদ পুনে থেকে বাসে গোরেগাঁও ফিরছিলেন শিল্পীদের একটি দল। পুনের পিম্পরি চিঞ্ছওয়াড় এলাকায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ শিংগ্রোবা মন্দিরের কাছে বাসটি খাদে পড়ে৷

দুর্ঘটনাগ্রস্থ বাসে উদ্ধার কার্য চালান স্থানীয় মানুষজন ও পুলিশ। বাসে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ খোপোলি থানার পুলিশ আহতদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে৷।