- Advertisement -
দেশের নাম নিয়ে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক জারি রয়েছেই। তার মধ্যেই জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে বিশ্ব নেতাদের সামনে “ভারত” উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ভারত লেখা প্লেট দেখা গিয়েছে।
ভারতের পৌরহিত্যে শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন। এই সম্মেলনে জি-২০ সদস্যভুক্ত দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন।
এই সম্মেলনেই ইন্ডিয়ার পরিবর্তে মোদীর সামনে রাখা ছিল ভারত লেখা প্লেট।