BRAKING NEWS

National Science Day : কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? কি তার ইতিহাস

National Science Day : কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? কি তার ইতিহাস, GNE BANGLA

আগামী ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। ১৯৮৭ সাল থেকে এই দিনটি প্রতিবছর দেশে পালিত হয়েছে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রসার ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দিন বিভিন্ন সংস্থা ও ব্যক্তিত্বকে পুরষ্কৃতও করা হয় ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলোজি কমিউনিকেশনের তরফে৷

ভারতীয় পদার্থবিজ্ঞানী সি ভি রামন। ১৯২৮ সালে ‘রামন এফেক্ট’ আবিষ্কার করেন। এই আবিষ্কারের দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারি। ১৯৩০ সালে তিনি তাঁর আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জেতেন। তাঁর আবিষ্কারের দিনটি স্মরণীয় করে রাখতে ও বিজ্ঞানীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১৯৮৬ সালে ‘ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন’ ২৮ শে ফেব্রুয়ারি দিনটিকে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেয়।

এরপর ১৯৮৭ সাল থেকে ২৮ শে ফেব্রুয়ারি দিনটি প্রতি বছর সারা দেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরেই বিজ্ঞান দিবসের জন্য নির্ধারিত হয় কোনো থিম। এই বছর জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩ এর থিম ‘সর্বজনীন কল্যাণে বিশ্বব্যাপী বিজ্ঞান’ (Global Science for Global Wellbeing)।