BRAKING NEWS

National Science Day : বিজ্ঞান দিবসে কি কি ছিল বিগত কয়েক বছরের থিম

National Science Day : বিজ্ঞান দিবসে কি কি ছিল বিগত কয়েক বছরের থিম, GNE BANGLA

২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। ১৯২৮ সালের এই দিনেই ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন আবিষ্কার করেন ‘রামন এফেক্ট’। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পান তিনি। তাঁর প্রতি সম্মানার্থে আবিষ্কারের দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।

১৯৮৭ সাল থেকে ২৮ শে ফেব্রুয়ারি দিনটি প্রতি বছর সারা দেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরেই বিজ্ঞান দিবসের জন্য নির্ধারিত হয় কোনো থিম। এই বছর জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩ সালের থিম ‘সর্বজনীন কল্যাণে বিশ্বব্যাপী বিজ্ঞান’। বিগত বছরগুলিতেও ছিল বিভিন্ন থিম।

National Science Day : কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? কি তার ইতিহাস

গত কয়েক বছরের থিম ছিল –
২০০৯ – বিজ্ঞানের দিগন্তের প্রসার
২০১০- লিঙ্গ সমতা, বহনক্ষম বিকাশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি
২০১১ – দৈনন্দিন জীবনে রসায়ন বিদ্যা
২০১২ – সুরক্ষিত শক্তি উত্‍স ও নিউক্লীয় সুরক্ষা
২০১৩ – জিনের পরিবর্তন ঘটিয়ে খাদ্যশস্য ও খাদ্য সুরক্ষা
২০১৪ – বৈজ্ঞানিক মানসিকতার উত্‍কর্ষ সাধন ও শক্তি সংরক্ষণ
২০১৫ – জাতি গঠনে বিজ্ঞান
২০১৬ – জাতির উন্নয়নে বৈজ্ঞানিক বিষয়বস্তু
২০১৭ – বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি
২০১৮ – দৃঢ় ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি
২০১৯ – জনগণের জন্য বিজ্ঞান ও বিজ্ঞানের জন্য জনগণ
২০২০ – বিজ্ঞানে মহিলা
২০২১ – ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ : শিক্ষায় দক্ষতা ও কাজের উপর প্রভাব

National Science Day : কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? কি তার ইতিহাস